Tuesday

বাংলা উপন্যাস কালবেলা - সম্রেশ মজুমদার

SHARE

বাংলা উপন্যাস কালবেলা - সম্রেশ মজুমদার


'কালবেলা' পড়েছি৷দুটো জায়গায় কান্না করেছি৷বাস্তব রাজনীতির রূপটাও তো এমনই ৷দেশের জন্য কিছু করতে চাওয়ার পরিণতিটা বরাবরই এমন,নাকি পথটা খুঁজে নিতে না পারার পরিণতি এমন?শুদ্ধতার খোঁজে ঘুরে ঘুরে হন্যে হয়েও শুদ্ধ পথটার খোঁজ পেলনা অনি৷না দেশের জন্য কিছু করা হল,না তার জন্য সব ত্যাগ করা মধবীলতা,কিংবা স্বপ্ন দেখা মহীতোষদের সুখী করা হল৷রাজনীতি,সে কি কেবলই অশুদ্ধ আর স্বার্থান্ধ উচ্চভিলাষী মানুষগুলোরই জায়গা?সৎ,একেবারে শুদ্ধ থাকতে চাওয়া যেখানে বোকামি বলে মনে করা হয়,সেখানে দূষিত লোকের বসবাসই বোধকরি স্বাভাবিক৷

.
সিরিল আর সুবাসের জন্য ভীষণ রকমের খারাপ লেগেছে৷শীলা সেন কিংবা নীলার জীবনের শেষটাও সুখকর নয়৷শীলা সেনের বিকৃত চেহারা নিয়েও সেই দগ্ধকারীর সাথে বসবাস করার বাধ্যতা যেন বলে দেয়---হায়!কতখানি অসহায় মেয়েরা৷
.
মাধবীলতা…
হ্যাঁ, লতাকে দেখে মাঝে মাঝে মনে হয়েছে একটু বেশিই হচ্ছে|এতখানি নিঃস্বার্থ হওয়া, অভিমানহীন, অভিযোগহীন একেবারে তার হয়ে সব বিসর্জন দেয়া,এমন কি হয় কখনো ?জানিনা,হয় হয়তোবা৷কিন্তু মাধীবলতার কাছে বার বার হেরে যাওয়া অনিমেষের উপর লতার রাগ না আসুক,আমার ঘেন্না লেগেছে রীতিমত,বিশেষ করে শেষটায়৷
.
এতো জীবনমরণ লড়াইয়ের পর,পুলিশি হেনস্থার পর নিজের শত সহযোদ্ধাদের বিভৎস মৃত্যু দেখে দীর্ঘ কারাযাপনের পর বের হয়ে অনিমেষ যখন দেখল কলকতা শহর ঠিক আগের মতই আছে,শহরে কোন গানের অনুষ্ঠান হবে তার টিকিটের জন্য লোকজন লাইন ধরে দাঁড়িয়ে আছে,সবাই যে যার মত৷এতগুলো প্রাণের হেরফের কলকতার স্বাভাবিকতায় এতটুকু প্রভাবও ফেলেনি………সেই খানটায় কষ্ট লেগেছে যে―এটাইতো সত্য,চির সত্য৷
.
কালপুরুষ পড়ার অপেক্ষায় আছি৷

- Ananya Anu
SHARE

Author: verified_user